ফ্রি ওয়াই-ফাই সেবা দিতে ‘সতর্ক’ থাকুন: বিটিআরসি

বিটিআরসিজাতীয় নিরাপত্তার স্বার্থে ফ্রি ওয়াই-ফাই সেবাদানের ক্ষেত্রে দেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) সতর্ক করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ফ্রি ওয়াই-ফাই সেবাদানকালে আইপি লগ যথাযথভাবে না পাওয়া যাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম ব্যাহত হয় বলে বাংলাদেশ পুলিশ জানিয়েছে বিটিআরসিকে।


বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের আইএসপিগুলোকে ‘আইএসপি কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে জরুরি নির্দেশনা’য় এসব তথ্য জানিয়েছে। ফ্রি ওয়াই-ফাই সম্পর্কে আরও বলা হয়, সব ধরনের ওয়াই-ফাই ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক এবং তাদের যথাযথ অথেনটিক্যাশন বা পাসওয়ার্ড ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং ও অপারেশন) মো. নাহিদুল হাসান স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় আইএসপিগুলোর সেবার মান বাড়ানো এবং গ্রাহক সন্তুষ্টু না হলে বিটিআরসির কলসেন্টারে (২৮৭২) সংশ্লিষ্ট আইএসপির বিরুদ্ধে গ্রাহক অভিযোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে।
যেসব প্রতিষ্ঠান এখনও আইপি লগ যথাযথভাবে সংরক্ষণ করছে না সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসি ও আইন শৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
সব গ্রাহককে চিহ্নিত করা যায় এমন সব কারিগরি পদ্ধতি (আইপি লগ) অবলম্বন করে দেশ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব আইএসপি, ক্যাটাগরি আইএসপি, আইআইজি ও ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিশনের নিষেধ থাকা সত্ত্বেও যারা আইপি টিভি বা লাইভ টিভি সম্প্রচার করছে সেসব আইএসপিকে কঠোর ভাষায় সতর্ক করেছে বিটিআরসি।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অনেক আইএসপি তাদের বাণিজ্যিক অফারে ক্যাশ (গুগল গ্লোবাল ক্যাশ) বিক্রির জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। গুগল গ্লোবাল ক্যাশসহ আরও বিভিন্ন ক্যাশ ব্যান্ডউইথ হিসেবে বিক্রি করা যাবে না, প্রচার-প্রচারণাও চালানো যাবে না মর্মে এ বিষয়ে আইআইজি ও আইএসপিগুলোকেও সতর্ক করা হয়েছে।
এছাড়া আরও কয়েকটি নির্দেশনা রয়েছে আইএসপি অপারেটরগুলোর জন্য।
/এইচএএই/