বিইউবিটিতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বলছেন মুহম্মদ জাফর ইকবালবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) সম্প্রতি ডিজিটাল বাংলাদেশ: তারুণ্যের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিইউবিটির সিএসই বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির রূপনগরের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও প্রযুক্তিবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
সেমিনারে তিনি বলেন, কায়িক পরিশ্রমের দিন শেষ। আমাদেরকে মানসিক পরিশ্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রীদের সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আজকের তরুণরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তরুণদের সময় ও শ্রমকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির একাডেমিক এডভাইজরি কমিটির আহ্বায়ক ও বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক। তিনি নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নত জীবন গড়ার আহ্বান জানান।
/এইচএএইচ/