ভিডিও চ্যাট ডিভাইস তৈরি করছে ফেসবুক

ফেসবুকসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার হার্ডওয়্যার তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে তারা। এর মধ্যে ভিডিও চ্যাট ডিভাইস অন্যতম। আসছে ফেসবুক ডেভেলপার সম্মেলনে পণ্যটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ভিডিও চ্যাট ডিভাইসের স্ক্রিন থাকবে নোটবুক স্ক্রিনের সমান। সঠিক হিসেবে যার আকার ১২-১৫ ইঞ্চির মতো হতে পারে। এর মাধ্যমে চ্যাট করলে নাকি গ্রাহকরা প্রকৃত আড্ডার স্বাদ পাবেন। ব্যবহারকারীদের মধ্যে ভৌগলিক দূরত্ব থাকলেও তা দূর করে দেবে ডিভাইসটি। ফলে তারা একই জায়গায় থেকে আলাপের স্বাদ পাবেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, ফেসবুকের নতুন এই পণ্যে একটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সংযুক্ত থাকবে। এছাড়া থাকবে উন্নত ধরনের বিল্ট-ইন-মাইক্রোফোন ও স্পিকার। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ব্যবহার করার কথা রয়েছে।
সূত্র: টেক ক্রাঞ্চ
/এইচএএইচ/