বিবিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

আগামী দিনের বিবিসিযুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বিবিসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে তাদের সহায়তা করছে মাইক্রোসফট। মূলত বিবিসির এ কাজের উদ্দেশ্য হলো গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়া। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার তাদের এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

বিজনেস ইনসাইডারের ওই প্রতিবেদনে বলা হয়, বিবিসি মাইক্রোসফটের সঙ্গে এক হয়ে তাদের আই-প্লেয়ারের পরীক্ষামূলক সংস্করণের কাজ শুরু করেছে। যেখানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানো হচ্ছে। নতুন এই প্রযুক্তি চালু হলে বিবিসির ডিজিটাল সার্ভিস ব্যবহারকারীরা কণ্ঠস্বর ব্যবহার করেই সেবা নিতে পারবেন।
বিষয়টি সম্পর্কে বিবিসির ডিজিটাল পার্টনারশিপ বিভাগের প্রধান কর্মকর্তা সাইহান বলেন, আমরা একটি পরীক্ষা চালাচ্ছি যেখানে ডিজিটাল সার্ভিস ব্যবহারকারীরা তাদের গলার স্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এই কার্যক্রম সফল হলে গ্রাহকরা আগের চেয়ে আরও সহজ উপায়ে সেবা লাভ করতে পারবেন।
/এইচএএইচ/