বোস’র নতুন হেডফোন

নতুন হেডফোনযুক্তরাষ্ট্রভিত্তিক অডিও ডিভাইস নির্মাণকারী প্রতিষ্ঠান বোস’র ই-মেইল বিপণন দলের ভুলে কোম্পানিটির নতুন হেডফোনের ছবি প্রকাশ হয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত কোম্পানিটির একটি নিউজলেটারের প্রচ্ছদে একটি হেডফোনের ছবি ছাপা হয়েছে। যা পাঠকদের কাছে নতুন বলেই মনে হয়েছে। কারণ হেডফোনটিতে অদ্ভূত কিছু ফিচার লক্ষ্য করা গেছে।
যেমন হেডফোনটিতে একটি নতুন বাটন রয়েছে যা বোস-এর আগের  ফ্ল্যাগশিপ কিউসি৩৫ শব্দবিহীন হেডফোনটিতে ছিল না। গোলাকার আকারের এই নতুন বাটনটি হেডফোনটির বাম কানের কর্পের ওপর বসানো। ডান  কানের কর্পের একই স্থানে ভলিউম নিয়ন্ত্রণ এবং মাল্টিফাংশন বাটনটি।
যদিও বোস এর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বাটনটি ঠিক কি  কারণে রাখা হয়েছে সেটা বলা যাবে না। এটি ব্যবহারকারীকে এই হেডফোনটি কানে লাগানো অবস্থায় বাইরের আওয়াজ শুনতে হেডফোনটির অডিও নিষ্ক্রিয় করতে সাহায্য করবে। কিউসি-৩৫ হেডফোনগুলোর সাম্প্রতিক সংস্করণে ব্যবহারকারীরা উচ্চ, নিম্ন এবং বন্ধ এই তিনটি লেভেলে কাস্টমাইজ করতে পারবেন। তবে তা করা যাবে শুধু বোস -এর স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে।
সূত্র: দ্য ভার্জ

/এইচএএইচ/