দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি ৩৩ লাখ

ইন্টারনেটের গ্রাহক সংখ্যাবর্তমানে দেশে ৭ কোটি ৩৩ লাখ ৪৭ ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করছেন। বৃহস্পতিবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ওয়েবসাইটে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হয়। এরমধ্যে ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। এছাড়া ৪৬ লাখ ২২ হাজার গ্রাহক আইএসপি ও পিএসটিএন-এর এবং ৭৫ হাজার রয়েছেন ওয়াইম্যাক্স ইন্টারনেট

দেশের মোবাইলফোনের গ্রাহক সংখ্যা

এদিকে একই সঙ্গে দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যাও প্রকাশ করেছে বিটিআরসি। বিটিআরসির হিসাব মতে দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার। এর মধ্যে ৬ কোটি ১৫ লাখ ৭৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। ৩ কোটি ৯৫ লাখ ৭০ হাজার গ্রাহক দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি। বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার। আর টেলিটকের গ্রাহক ৩২ লাখ ৬০ হাজার।



/এইচএএইচ/