সাইবার হামলার শিকার এইচবিও

হ্যাকারদের কবলে এইচবিওস্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এইচবিও আবারও সাইবার হামলার শিকার হয়েছে। সর্বশেষ এই হামলায় প্রতিষ্ঠানটির ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অপরাধীরা। আওয়ারমাইন নামের একটি হ্যাকার দল কাজটি করেছে বলে জানায় বিবিসি।

এর আগেও বেশ কয়েকবার সাইবার হামলার শিকার হয়েছে এইচবিও। তবে এবার হ্যাকাররা প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় বিষয়টি অনেক বেশি আলোচনায় এসেছে। হ্যাকাররা এইচবিও-এর শুধু মূল অ্যাকাউন্টই নয়, সঙ্গে তাদের আলোচিত সিরিজ গেম অব থ্রোনস যেসব নেটওয়ার্ক থেকে প্রচার করা হয় সেগুলোর নিয়ন্ত্রণও নিয়েছে। তারপর গেম অব থ্রোনসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হ্যাকাররা একটি পোস্ট করে এ রকম- আওয়ারমাইন কাজটি করেছে। ‘আমরা শুধু আপনাদের নিরাপত্তা পরীক্ষা করে দেখছি।’ এর আগে হ্যাকিংয়ের কবলে পড়ে এই সিরিজের অনেক অপ্রচারিত পর্ব ফাঁস হয়ে যায়।
শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের জন্য পরিচিতি আছে আওয়ারমাইন-এর। ২০১৬ সালে এই দলটি ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স-এর টুইটার অ্যাকাউন্ট, উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট দখল করেছিল।
সূত্র: বিবিসি
/এইচএএইচ/