ইউটিউবে ভেরিফায়েড হলো ‘ডিজিটাল বাংলাদেশ’ চ্যানেল

ডিজিটাল বাংলাদেশইউটিউবে ভেরিফায়েড হলো ডিজটাল বাংলাদেশের চ্যানেল। এই চ্যানেলে ডিজিটাল বাংলাদেশ নিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট পাওয়া যাবে। অতি সম্প্রতি ইউটিউব কর্তৃপক্ষ ডিজিটাল বাংলাদেশ চ্যানেলটি ভেরিফায়েড করেছে।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। বিভাগের সংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলা ট্রিবিউনকে চ্যানেলটি ভেরিফায়েড হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটিই ইউটিউবে সরকারের কোনও বিভাগ বা মন্ত্রণালয়ের ভেরিফায়েড হওয়া প্রথম চ্যানেল।’
ভেরিফায়েড হওয়ার মধ্য দিয়ে ইউটিউবে কোনও ধরনের বিভ্রান্তির আর কোনও সুযোগ রইলো না। সরসরি চ্যানেলটিতে গিয়ে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয়ের ভিডিও দেখা যাবে।

চ্যানেলটির লিংক: https://www.youtube.com/channel/UCvXjGZjvQxoXqw-_mrP1J7g