ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উদ্ধার পেলেন এক নারী

লেসলি কানের ফেসবুক স্ট্যাটাসটানা তিন ঘণ্টা সুইমিংপুলে আটকে থাকার পর ফেসবুকের সহায়তায় উদ্ধার হয়েছেন ৬১ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত এক নারী। ফেসবুকের স্ট্যাটাস দেখে এক প্রতিবেশি এসে তাকে উদ্ধার করেন। ফলে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান তিনি।

যুক্তরাষ্ট্রের লেসলি কান নামের এ নারী নিজ বাসার সুইমিংপুল থেকে সাঁতার কেটে ওঠার সময় সিঁড়ি ভেঙে পড়ে যান। ফলে সিঁড়ি ছাড়া নিজের ভারী শরীরকে ওপরে তুলতে পারছিলেন না তিনি। এ সময় তাকে উদ্ধার করার মতো কেউ বাসায় ছিল না। এমনকি মোবাইল ফোনও সঙ্গে ছিল না তার।

উদ্ধার পাওয়া লেসলি কানতবে সাঁতার কাটতে নামার আগে পুলের পাশেই রেখেছিলেন নিজের আই-প্যাডটি। সেই ডিভাইস থেকেই ফেসবুকে ঘটনার বিবরণ লিখে সাহায্য চেয়ে একটি স্ট্যাটাস দেন, যা তিনি দেশটির জরুরি সেবা নম্বর ৯১১ নম্বরের পেজেও যুক্ত করেন।

এই স্ট্যাটাস প্রথমে নজরে আসে তার প্রতিবেশীর। অবশেষে ওই প্রতিবেশী এবং একজন পুলিশ মিলে আটকে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করেন।

সূত্র: এবিসি নিউজ