হুমকি হয়ে উঠছে রোবট!

রোবটমানুষের কব্জায় থাকা কর্মক্ষেত্রগুলোতে একে একে নিজেদের আধিপত্য বিস্তারের মাধ্যমে রোবট মানবসম্প্রদায়কে গোপনে নিঃশেষ করে দিতে চলেছে।
অবশ্য আট দশক আগে আইজ্যাক আসিমভের লেখা বিজ্ঞান কল্পসাহিত্য থেকে তৈরি বর্তমান সময়ের দিলবার্ট কার্টুনেও রোবট এবং মানুষের মধ্যকার এই সম্পর্ক নিয়ে চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে।
এমনকি রোবট ও অন্যান্য উন্নত যন্ত্র সম্পর্কে মানুষের মনে রোবফোবিয়া নামের এক অযৌক্তিক উদ্বেগ জন্ম নিয়েছে। আরও বেশি উদ্বেগ জন্ম নিয়েছে টার্মিনেটর ছবিটি মুক্তির পর।
অ্যাপল কম্পিউটারের পথ প্রদর্শক স্টিভ ওজনিয়াক একসময় বলেছিলেন, রোবট একদিন আমাদের তাদের পোষা প্রাণীতে পরিণত করবে। বিজ্ঞানী স্টিফেন হকিং ও কারিগরি উদ্যোক্তা অ্যালান মুস্ক চিন্তাশীল রোবট গড়ে তোলার ক্ষেত্রেও খুব দ্রুত এগিয়ে যাওয়ার বিপদ সম্পর্কে মানব সম্প্রদায়কে সতর্ক করেছিলেন।
হকিং ২০১৪ সালে বিবিসিকে বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণ বিকাশ মানবজাতির ধংস ডেকে আনতে পারে। যদিও রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও পর্যন্ত মানব সম্প্রদায়ের জন্য ঠিক কতটা ক্ষতিকর তা নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে।
সূত্রঃ গেজেটস নাউ