‘ইনফো-সরকার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ আইএসপিএবির

যথাযথ নজরদারি ও পরিকল্পনার অভাবে দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সম্প্রসারণ কার্যক্রম হুমকির মুখে, বলে অভিযোগ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন ‘আইএসপিএবি’। বুধবার রাজধানীর কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠনটি।

আইএসপিএবি’র সংবাদ সম্মেলনসংগঠনের সভাপতি আমিনুল হাকিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হকসহ আরও অনেকে। লিখিত বক্তব্যে আমিনুল হাকিম বলেন, ‘ইনফো-সরকার (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগটি প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), বেসরকারি এনটিটিএন প্রতিষ্ঠানগুলো।’

তিনি জানান, একনেকের সিদ্ধান্তকে অমান্য করে ৮টি পর্যায়ের দরপত্রকে দুটি ভাগে দিয়ে দিয়েছে বিসিসি। আর যোগাসাজশের মাধ্যমে সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোম নামে দুটি এনটিটিএন প্রতিষ্ঠান এ দরপত্র হাতিয়ে নিয়েছে। এছাড়া এনটিটিএন প্রতিষ্ঠানগুলো গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার এখতিয়ার না থাকলেও এ দরপত্রের মাধ্যমে তারা বিধিবহির্ভূত এ সুযোগটি পেয়ে যাচ্ছে।

সংগঠনটি মনে করে, গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার কার্যাদেশ আইএসপির (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) পরিবর্তে এনটিটিএনকে (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) দেওয়ার প্রস্তাবে এ খাত ঝুঁকিতে পড়তে যাচ্ছে। প্রস্তাব অনুমোদন হলে দেশব্যাপী ইন্টারনেট সেবা বিঘ্নের পাশাপাশি সরকারের তৈরি নীতিমালার লঙ্ঘন হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকল্পটির দরপত্র আহ্বান, দরপ্রস্তাব মূল্যায়ন, কার্যাদেশ অনুমোদনের সুপারিশ এবং কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠানের কাজের আওতা নির্ধারণে ৪টি সুনির্দিষ্ট অনিয়ম সংঘটিত হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে অনিয়ম রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করে আইএসপিএবি।