হ্যাকারদের মেধা বিকাশে প্ল্যাটফর্ম তৈরি করছে বিটলস

হ্যাকারদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে বিটলসউন্নত বিশ্বের আদলে এবার বাংলাদেশেই হ্যাকারদের জন্য ক্রাউডসোর্স সিকিউরিটি প্ল্যাটফর্ম তৈরি করছে দেশীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড। নির্বাচিত হ্যাকারদের জন্য আর্থিক সুবিধাসহ বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ এবং ভবিষ্যতে একই প্রতিষ্ঠানে কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে।
ডিজিটাল বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় হ্যাকারদের জন্য বিটলস প্রাথমিক অবস্থায় ক্রাউডসোর্স সিকিউরিটি প্ল্যাটফর্ম তৈরি করছে। ক্রাউড সোর্স সিকিউরিটি প্ল্যাটফর্মে সদস্য হতে হলে প্রথমে নববঃষবং.রড় ঠিকানায় একটি নিরীক্ষণ পদ্ধতিতে অংশ নিতে হবে। যারা এই প্ল্যাটফর্মে চূড়ান্তভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা সাইবার সিকিউরিটির সার্ভিস, প্যানিট্রেশন টেস্টিং, সোর্সকোর্ড অডিট, ফরেনসিক, ম্যালওয়ার অ্যানালাইসিস, আইওএ, আইওসি, মোবিলিটি সিকিউরিটি, এন্ডপয়েন্ট সিকিউরিটি নিয়ে কাজ করবে। যেসব কোম্পানি বিটলসের কাছে সাইবার সিকিউরিটি পরামর্শ নিতে আসবে তাদেরকে একজন সিআইএসএসপি (সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রোফেশনাল) সার্টিফাইড তত্ত্বাবধায়কের নিরীক্ষণের নিয়ন্ত্রণে বিটলসের নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করার সুযোগ করে দেওয়া হবে। হ্যাকাররা সিকিউরিটি টেস্ট করবেন এবং এর সম্ভাব্য সমাধান কি সেটাও জানিয়ে দেবেন। এর বিনিময়ে হ্যাকারদের সম্মানী দেওয়া হবে এবং হল অব ফেমে তাদের নাম রাখা হবে। তবে ব্যাংক, অর্থনৈতিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নির্বাচিত ক্লাইন্টদের ক্ষেত্রে ক্রাউডসোর্সিংয়ের পরিবর্তে বিটলসের রেড টিম দিয়ে কাজ করানো হবে।
এ ব্যাপারে বিটলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকিত হালিম বলেন, বাংলাদেশের হ্যাকারদের দেখভাল না করার কারণে তারা হারিয়ে যাচ্ছে। হ্যাকারদের যত্ন নিলে এবং সুযোগ দিলে আগামীতে তারা দেশের জন্য বড় সম্পদ হিসেবে কাজ করতে পারবে। দেশের সাইবার স্পেসকে সুরক্ষিত এবং নিরাপদ রাখতে বিটলস কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।