ফেসবুক অ্যাপ দিয়ে ৩৬০ ডিগ্রি ছবি

ফেসবুক অ্যাপ দিয়ে ছবিএক বছরেরও বেশি সময় ধরে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে ৩৬০ ডিগ্রি ছবি পোস্ট করতে পারছেন। এবার এই ফিচারটি যুক্ত হতে যাচ্ছে ফেসবুক অ্যাপে। ফেসবুকের ৩৬০ ডিগ্রি প্যানোরোমা ইমেজ দেখতে একটি বৃত্ত ঘোরাতে হবে।

আপনি হয়তো অনেক সময় এই জাদুর মতো ইমেজটির দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে ভেবেছেন আপনার বন্ধুরা কিভাবে এই ইমেজগুলো তৈরি করে বা এগুলো তৈরি করা হয়তো অনেক জটিল।
আপনি আপনার মোবাইলফোন দিয়ে ধারণ করতে পারবেন ৩৬০ ডিগ্রির প্যানোরোমা ইমেজ। এটির ব্যবহারও সহজ। প্রথমে আপনার নিউজ ফিডের শীর্ষে থাকা নতুন এই ৩৬০ ফটো অপশনটি প্রেস করুন। এরপরে নীল বোতামটি চাপুন এবং ভিউ ফাইন্ডারের পথ অনুসরণ করুন। যতক্ষণ পর্যন্ত না বৃত্তটি সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত নীল বোতামটি চাপ দিয়ে ধরে রাখুন।
এই ৩৬০ ডিগ্রি ছবিটি আপনি আপনার টাইমলাইনেও যুক্ত পারবেন। অ্যালবাম এবং বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারবেন। এছাড়া এই ৩৬০ ডিগ্রি ছবিটি আপনি আপনার কাভার ফটো হিসেবেও ব্যবহার করতে পারবেন।
সূত্র:সিনেট