বাংলাদেশ ভারত ও নেপালে বন্যার্তদের জন্য ১০ লাখ ডলার দেবে গুগল

গুগলবাংলাদেশ, ভারত ও নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহযোগিতার জন্য ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। সেভ দ্য চিলড্রেন ও গুঞ্জ নামের সংস্থায় এই অর্থ দেওয়া হবে। এই সংস্থা দুটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে কাজ করছে।

বৃহস্পতিবার গুগলের দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের ভাইস প্রেসিডেন্ট রাজন আনন্দন জানান, গুগল ডট ওআরজি ও গুগলের কর্মচারীদের পক্ষ থেকে ত্রাণের জন্য এই অর্থ দেওয়া হচ্ছে।
গুগলের এই অর্থ সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও নেপালে ত্রাণ কার্যক্রমে কাজে লাগাবে। ভারতে গুগলের অর্থে ত্রাণ সহায়তা কার্যক্রম চালাবে গুঞ্জ নামক এনজিও।
সেভ দ্য চিলড্রেন বন্যায় ক্ষদিগ্রস্তদের সহযোগিতার জন্য কাজ করছে। তাদের লক্ষ্য তিন দেশের প্রায় ১ লাখ ৬০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করা। সংস্থাটি বন্যা কবলিত মানুষের জন্য বিভিন্ন সরঞ্জাম, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনসহ বেশ কিছু কাজ করছে। বন্যায় সবচেয়ে ঝুঁকিতে আছে শিশুরা।
সেভ দ্য চিলড্রেন শিশুদের কথা মাথায় রেখেই তাদের সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি।