আমেরিকা তুরস্ক ও সুইজারল্যান্ডের অনেক গ্রিড হ্যাকারদের দখলে

সিমেনটেকসম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গত ছয় বছরে সাইবার আক্রমণকারীরা অনেকটা চুপিসারেই বিশ্বের শত শত বৈদ্যুতিক গ্রিডের কন্ট্রোল সিস্টেমে আক্রমণ করেছে। অর্থাৎ গত ছয় বছরে বিশ্বের শত শত বৈদ্যুতিক গ্রিড হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে।
সিমেনটেক নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান সাম্প্রতিক এক গবেষণায় দেখতে পেয়েছে আমেরিকা, তুরস্ক ও সুইজারল্যান্ডের শত শত বিদ্যুৎ গ্রিড সাইট ব্যাপকভাবে ড্রাগনফ্লাই ২.০ –এর হ্যাকিংয়ের শিকার হয়েছে।
এই হ্যাকিংয়ের সূত্রপাত, ২০১১ সালের শুরুর দিকে যখন হ্যাকাররা জ্বালানি শিল্পে কাজ করে এমন ব্যক্তিদের লক্ষ্য করে ভাইরাস যুক্ত ই-মেইল পাঠায়। মাঝখানে ২০১৪ সালে একটি বিরতি দিয়ে হ্যাকাররা ২০১৫ সালের ডিসেম্বরে নতুন বছরের পার্টির আমন্ত্রণ পত্র দেওয়ার নাম করে হ্যাকিংয়ের উদ্দেশ্যে আবার এ ধরনের ভাইরাস যুক্ত ই-মেইল পাঠায়।
সিমেনটেক সতর্ক করে দিয়ে বলে, হ্যাকারদের কাছে বর্তমানে বিশ্বের শত শত পাওয়ার গ্রিড সাইটে প্রবেশ করার যাবতীয় তথ্য এবং প্রবেশাধীকার রয়েছে। ফলে তারা যেকোনও সময় এসব পাওয়ার গ্রিড ব্ল্যাকআউট করে দেওয়ার ক্ষমতা রাখে।
স্পর্শকাতর এসব অবকাঠামোতে হামলা চালিয়ে হ্যাকাররা যেকোনও সময় বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। হ্যাকারদের এমন সক্ষমতা দেশগুলোকে বড় হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাকাররা যেকোনও সময় পুরো পাওয়ার গ্রিড ব্ল্যাকআউট করে দিতে পারে বা ট্রাফিক সংকেত অচল করে দিতে পারে। এই সিস্টেমগুলো অনেক ঝুঁকিতে রয়েছে। এতে রয়েছে অনেক পুরনো সফ্টওয়্যার। এর অবকাঠামো আপগ্রেড করার খরচও নেহাত কম নয়।
সূত্র: সিনেট