প্রধানমন্ত্রীর অনুমোদন পেলো ফোর-জি গাইডলাইন

ফোর-জিচতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক তথা ফোর-জি গাইডলাইন প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে। অনুমোদনের পরে তা প্রধানমন্ত্রীর দফতর থেকে সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। টেলিযোগাযোগ বিভাগ অনুমোদনপত্র টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে পাঠিয়ে দেয়। মঙ্গলবার বিটিআরসি এই অনুমোদনপত্র পেয়েছে বলে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।


বিটিআরসি সূ্ত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ায় এখন স্বল্প সময়ের মধ্যে নিলাম আয়োজনের চেষ্টা করবে কমিশন। ৯০ দিনের মধ্যে নিলাম অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।   
চূড়ান্ত অনুমোদনের আগে ফোর-জির লাইসেন্স ফি ছিল ১৫ কোটি টাকা আর নবায়ন ফি ছিল সাড়ে ৭ কোটি টাকা। সংশোধিত গাইডলাইনে ফোরজির লাইসেন্স ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা। আর লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ৫ কোটি টাকা।