আসছে ফেসবুকের ভিডিও চ্যাট অ্যাপ!

বোনফায়ার অ্যাপগত জুলাই মাসে দ্য ভার্জ -এর এক প্রতিবেদনে উঠে এসেছিল ফেসবুকের ভিডিও চ্যাট অ্যাপের কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছিল ফেসবুক বোনফায়ার নামে একটি স্বতন্ত্র ভিডিও চ্যাট অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে।

অতিসম্প্রতি দ্য নেক্সট ওয়েব এক প্রতিবেদনে জানিয়েছে, ডেনমার্কের অ্যাপল অ্যাপ স্টোরে বোনফায়ার অ্যাপটি সম্প্রতি দেখা গেছে। ফেসবুকের এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা লাইভ গ্রুপ ভিডিও চ্যাট করার সুবিধা পাবে। এতে একসঙ্গে একাধিকজনের সঙ্গে চ্যাট করার সুবিধার পাশাপাশি, স্ন্যাপচ্যাটের মতো বিভিন্ন ইফেক্টও যুক্ত করা যাবে। এর মাধ্যমে ছবি শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারে।
দ্য নেক্সট ওয়েব জানিয়েছে, পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা ফেসবুকের এই স্বতন্ত্র ভিডিও চ্যাট অ্যাপটি ইতিমধ্যে দুই হাজারের বেশিবার ডাউনলোড হয়েছে এবং ব্যবহারকারীদের ভালো সাড়াও পেয়েছে।
ফেসবুকের নতুন স্লোগান, কমিউনিটি তৈরি করা এবং পুরো বিশ্বকে কাছাকাছি আনা। এরসঙ্গে হয়তো ভূমিকা রাখবে বোনফায়ার অ্যাপটি এবং সাম্প্রতিক ফিচার স্টোরিজ -এর তুলনায় সফল উদ্যোগ হিসেবে প্রমাণ করতে পারবে।
বোনফায়ার অ্যাপটি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ যাত্রা শুরু করবে কিনা, সে ব্যাপারে যদিও এখনও কোনও ইঙ্গিত দেয়নি ফেসবুক। তবে ফেসবুকের একটি সূত্র জানিয়েছে, তারা বেশ কিছু স্বতন্ত্র ভিডিও অ্যাপ নিয়ে কাজ করছে।
তথ্য: দ্য ভার্জ