শ্রীলঙ্কার বাজারে দেশীয় প্রযুক্তি কোম্পানি এসএসডি টেক

এসএসডি টেক ও জেড মেসেঞ্জারের মধ্যে চুক্তি সইমালয়েশিয়া ও মিয়ানমারের পর শ্রীলঙ্কার মোবাইল বাজারে প্রবেশ করেছে দেশীয় প্রযুক্তি কোম্পানি এসএসডি টেক। দেশটির মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ডায়ালগ ছাড়াও আরও দুই অপারেটরের সঙ্গে এ মাসেই উদ্বোধন হবে এসএসডি টেকের নতুন ওটিটি অ্যাপ্লিকেশন। আর শ্রীলঙ্কায় এসএসডি টেকের ডিজিটাল মার্কেটিং পরিচালনা করবে দেশটির ডিজিটাল মার্কেটিং কোম্পানি ‘জেড মেসেঞ্জার’। সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোয় জেড মেসেঞ্জারের মধ্যে এ বিষয়ে এসএসডি টেকের একটি চুক্তি সই হয়েছে। এসএসডি টেকের প্রেসিডেন্ট মাহবুবুল মতিন ও জেড মেসেঞ্জারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়মিল কুলিয়ানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসডি টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী ও জেড মেসেঞ্জারের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জানাকা রুপাসিংহেসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসএসডি টেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসডি টেকের প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির ফলে দুই দেশের ইনটেলেকচুয়াল প্রোপার্টির যৌথ আদান-প্রদান সম্ভব হবে।
উল্লেখ্য, এরই মধ্যে দেশের দুই মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্য চালু হয়েছে এসএসডি টেকের ওটিটি অ্যাপ্লিকেশন।