সিডস্টারসে দেশের সেরা স্টার্টআপ সিমেড হেলথ

শনিবার সিডস্টারস ঢাকার পর্বটি অনুষ্ঠিত হয়সিডস্টারস ওয়ার্ল্ডের বাংলাদেশ পর্ব সিডস্টারস ঢাকার বিজয়ী হয়েছে সিমেড হেলথ লিমিটেড। বিজয়ী দল সুইজারল্যান্ডে সিডস্টারস সামিটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি, মূলধন বিনিয়োগ হিসাবে ১০ লাখ মার্কিন ডলার জিতে নেওয়ার প্রতিযোগিতা করবে। গ্রামীণফোন অ্যাকসেলেরেটরের পৃষ্ঠপোষকতায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সিডস্টারস ঢাকার পর্বটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের সহায়তায় ছিল ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের  আইসিটি ডিভিশন।

গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে বিশ্বজুড়ে উদীয়মান বাজার এবং স্টার্টআপ সম্প্রসারণে বৈশ্বিক সিড স্টেজ স্টার্টআপ প্রতিযোগিতা সিডস্টারস ওয়ার্ল্ডের বাংলাদেশ পর্ব সিডস্টারস ঢাকার সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত আটটি স্টার্টআপ স্থানীয় বিচারকদের সামনে তাদের ব্যবসায়িক ধারণার উপস্থাপন করা হয়। সিডস্টারসের ঢাকা পর্বে ১৭০টি আবেদনের মধ্য থেকে আটটি স্টার্টআপকে ব্যবসায়িক ধারণা প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়।

অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টার্টআপগুলোকে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণরা অত্যন্ত মেধাবী। এখন তাদের ওপর বিশ্বের মনোযোগ দরকার।’

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘আমি অংশগ্রহণকারীদের অভিনব সব পণ্য দেখে বিমোহিত। এ উদ্ভাবকরাই দেশের ডিজিটালকরণের ক্ষেত্রে একটি পারস্পারিক সহযোগিতামূলক ইকোসিস্টেম নির্মাণে আমাদের সহায়তা করবে।’

স্থানীয় বিজয়ী সিমেড হেলথ লিমিটেড আইওটি ভিত্তিক ক্লাউড নির্ভর স্বাস্থ্যসেবা প্লাটফর্ম পরিচালনা করে, যা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পর্যলোচানার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি নির্ণয় করে। রেপটো এডুকেশন সেন্টার ও কুকআপ টেকনোলজিস যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে।

বিজয়ী সিমেড আগামী নভেম্বরে ব্যাংককে সিডস্টারস এশিয়ার রিজিওনাল সামিটে অংশগ্রহণের পাশাপাশি, সকল ব্যয়ভারসহ আগামী এপ্রিলে সুইজারল্যান্ডে সিডস্টারস গ্লোবাল সামিটে অংশগ্রহণের সুযোগ পাবে। গ্লোবাল সামিটে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ৭৫টি দেশের বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন বিনিয়োগদাতা ও প্রশিক্ষকদের মধ্যে সাক্ষাতের সুযোগ হবে। সামিটের শেষ দিন, উপস্থিত এক হাজার অতিথির সামনে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসায়িক ধারণা উপস্থাপনের মাধ্যমে নিজেদের ব্যবসার মূলধন বিনিয়োগ হিসাবে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার জিতে নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: 


ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটকে ল্যাবরেটরি হস্তান্তর করলো স্যামসাং