টুইট করা যাবে ২৮০ শব্দে

টুইটের শব্দ সীমা বাড়লো১৪০ শব্দে টুইট করা গেলেও ব্যবহারকারীরা এখন থেকে ২৮০ শব্দে টুইট করতে পারবেন। টুইটার সম্প্রতি পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি চালু করেছে। গ্রাহকরা যেন মনের ভাব আরও ভালোভাবে প্রকাশ করতে পারেন, সেজন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
টুইটার এক ব্লগ পোস্টে জানায়, অনেক ব্যবহারকারীর একমাত্র অভিযোগ ছিল ১৪০ শব্দের সীমাবদ্ধতা। অবশেষে তাদের সেই অভিযোগ বিবেচনা করে নতুন শব্দ সংখ্যা নির্ধারণ করা হলো। এতে গ্রাহকরা সাইটটি ব্যবহারে আগের চেয়ে বেশি আগ্রহী হবেন।
অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়লেও টুইটারের চিত্র ভিন্ন। এর গ্রাহক বৃদ্ধির হার খুবই কম। ফলে নতুনদের আকৃষ্ট করতে নিজেদের কৌশল কিছুটা পরিবর্তন করলো তারা।
টুইটারের এ পরিবর্তন সম্পর্কে প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপক আলিজা রোজেন বলেন, আপনাদের চিন্তা-ভাবনাকে একটি টুইটের মাধ্যমে প্রকাশ করার ব্যবস্থা করছি। আমরা একেবারে সেই ব্যবস্থার কাছাকাছি।
সূত্র: বিবিসি, গেজেটস নাউ