বাজারে আসুসের জেনবুক-৩ ডিলাক্স

asus-zenbook-3-lid-in-royal-blue_slideshow_mainতাইওয়ানিজ ব্র্যান্ড আসুস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নজরকাড়া ডিজাইন ও দারুন পারফরমেন্সের অসাধারণ সমন্বয়ে আসুস জেনবুক সিরিজের নতুন ভার্সন আসুস জেনবুক-৩ ডিলাক্স-ইউএক্স ৪৯০ইউএ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনবুকে রয়েছে উইন্ডোজ-১০, ইন্টেল সপ্তম জেনারেশন কোরআই সেভেন প্রোসেসর, এক টেরাবাইট স্টোরেজ, ২১৩৩ বাসস্পিডের ১৬ গিগাবাইট র‌্যাম, এসআর জিবি ফুল এইচডি ডিসপ্লে, ১০০০:১ টিভি গ্র্যাড কন্ট্রাক্ট রেশিও,  ডিসপ্লের উপরিভাগে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস-৫ প্রোটেকশন, ডাটা ট্রান্সফারের জন্য আছে থান্ডার বোল্ট কানেক্টিভিটি।

এই জেন বুকে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় ১২ ঘণ্টা পর্যন্ত এবং এতে ফার্স্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করায় মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ  চার্জ করা সম্ভব।  সাউন্ড সিস্টেমে ব্যবহার হয়েছে হারমান কারডন সার্টিফাইড এফেক্ট। আর এতো কিছুর পরও এর ওজন মাত্র ১.১ কেজি।

দুই বছরের ওয়ারেন্টিসহ এর দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার টাকা।

আরও পড়ুন:
দেশের প্রথম স্মার্টফোন কারখানা চালু করলো ওয়ালটন