চীনের ২ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চলো

চুক্তির একটি পর্বচীনের পান্ডা নিউ ক্যাপিটাল এবং চায়না ইনভেস্টর অ্যাসোসিয়েশন নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের অ্যাপসভিত্তিক গাড়ি সেবাদানকারী প্রতিষ্ঠান চলো। এই চুক্তির আওতায় চীনা বিনিয়োগ পাবে বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি।

চুক্তি দুটির আওতায় চীনের বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে চলোকে পরিচয় করিয়ে দেবে পান্ডা নিউ ক্যাপিটাল ও চায়না ইনভেস্টর অ্যাসোসিয়েশন। তারা চলোর সেবা সম্পর্কে চীনের বড় বড় বিনিয়োগকারীদের বিস্তারিত জানানোর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের কাজ চালিয়ে যাবে।

ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের স্টার্টআপকে ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহে সহায়তা করার জন্য সুনাম অর্জন করেছে পান্ডা নিউ ক্যাপিটাল ও চায়না ইনভেস্টর অ্যাসোসিয়েশন। যে কারণে প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তিকে মাইলফলক হিসেবে দেখছে চলো কর্তৃপক্ষ।

দেওয়ান শুভ

চলোর প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, চীনের এ দুটি প্রতিষ্ঠানের তালিকাভূক্ত সদস্যরা আলিবাবা, উইচ্যাট, ডিডিসহ বড় বড় টেক কোম্পানিতে বিনিয়োগ করেছে। এদের সদস্যরা তাদের নেটওয়ার্ক থেকে চলোর জন্য ফান্ড রাইজ করবে বিনিয়োগ অংশীদার হিসেবে। এছাড়া আরও অনেক দেশের নামি-দামি প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে তারা। সেক্ষেত্রে চলোর সঙ্গে এই চুক্তিটা খুবই ইতিবাচক। আমাদের সেবার পরিধি বিস্তৃত করতে এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য তাদের সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, চলো ২০১৫ সাল থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে সেবা দিচ্ছে। চলোর অ্যাপের মাধ্যমে অনুরোধ করলে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে গাড়ি পাওয়া যায়। ঢাকা ছাড়া চট্টগ্রাম এবং সিলেটেও চলোর সেবা চালু রয়েছে।