দেশের বাজারে নতুনভাবে এসার

নতুনরূপে এসারের আগমনবাংলাদেশে বাজার সম্প্রসারণে প্রযুক্তি প্রতিষ্ঠান এসার নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। নতুন বিনিয়োগ ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সোমবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজন করা হয় এসার-বাংলাদেশ চ্যানেল পার্টনার মিট প্রোগ্রাম।
এতে উপস্থিত ছিলেন এসারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও এসার ভারতের প্রধান হারিশ কোহলি, এসার বাংলাদেশের বিক্রয় পরামর্শক এস এম সাকিব হাসান, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক বিক্রয় এস এম মহিবুল হাসান ও মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মুজাহিদ আল বেরুনী সুজন।
হারিশ কোহলি বলেন, আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বাজার হিসেবে বাংলাদেশকে প্রাধ্যান্য দিচ্ছি। এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প খুবই গতিশীল। বাংলাদেশের মানুষের চাহিদার সঙ্গে এসারের পণ্যগুলো খুবই মানানসই। তিনি আরও বলেন, বিশ্বের সর্বশেষ প্রযুক্তির নতুন পণ্যর পরিচয় করিয়ে দিতে এসার বদ্ধ পরিকর।
মোহাম্মদ জহিরুল ইসলাম এসার ল্যাপটপ যেন ‘ল্যাপটপ প্রেমীদের’ কাছে একটি আদর্শ হয় সেইদিকে সব ব্যবসায়ীকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এছাড়া অনুষ্ঠানে জানানো হয় সবচেয়ে দামি এবং পাতলা ল্যাপটপটি এখনও এসারের দখলে। অনুষ্ঠানে এসারের এস্পায়ার, সুইফট, স্পিন এবং সুইস সিরিজের ল্যাপটপগুলোর প্রযু্ক্তিগত নানা দিক তুলে ধরা হয়। নতুন ল্যাপটপগুলোতে অনন্য কিছু রয়েছে যা ব্যবহারকারীকে দেবে দারুণ অবিজ্ঞতা। গেমিং, ভার্চুয়াল রিয়েলিটি, আইওটি এবং ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা রয়েছে ল্যাপটপগুলোতে।