‘ব্লু হোয়েল গেম’ নিয়ে বিটিআরসি’র নামে ছড়ানো হচ্ছে মিথ্যা বার্তা

বিটিআরসিবিটিআরসি’র নাম ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা বার্তা ছড়ানো হচ্ছে। ওই বার্তায় বলা হয়, ‘আজ  শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এই এক ঘণ্টা সময়ের মধ্যে দেশের সব অ্যানড্রয়েড ফোনে ব্লু হোয়েল গেম ঢুকিয়ে দেওয়া হবে এবং এজন্য ওই সময়ে মোবাইলফোন বন্ধ রাখতে হবে।’
বার্তাটি ফেসবুক মেসেঞ্জার, ভাইবার  ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল  হয়ে গেছে। বার্তাটিতে অসৎ উদ্দেশ্য নিয়ে ‘জনসচেতনতায় বিটিআরসি’ এই নাম ব্যবহার করা হচ্ছে।
বিটিআরসি’র সচিব ও মুখপাত্র সরওয়ার আলম  জানান, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিটিআরসি থেকে ব্লু হোয়েল গেম সম্পর্কিত কোনও  বার্তা প্রকাশ বা প্রচার করা হয়নি। এই পুরো বার্তাটি  সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিটিআরসি’র নাম ব্যবহার করে এরকম মিথ্যা ও বিভ্রান্তিমূলক বার্তা প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের সাইবার অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা যাচ্ছে। দেশের সব মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।