অ্যাপফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার

বিজয়ীদের সঙ্গে অতিথিরাঅ্যাপফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অতিসম্প্রতি মোবাইলফোন অপারেটর রবির করপোরেট অফিসে পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়।



রবি, বাংলা ট্র্যাক মিয়াকি ভাস লিমিটেড ও এইচসেনিড মোবাইল সলিউশনস, সিঙ্গাপুর -এর যৌথ উদ্যোগে আয়োজিত অ্যাপফেস্ট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন চট্টগ্রামের মো. সোয়েব রানা। ঢাকার নাসরিন আখতার ও চট্টগ্রামের মো. আবু বাকর সিদ্দিক যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানারআপ হন। ক্যাম্পেইন চলাকালে অ্যাপগুলোর রাজস্ব আয় এবং উদ্যোক্তা উন্নয়নের উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ী অ্যাপসগুলো তিন মাসের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের সহায়তা পাবে।
অ্যাপফেস্ট চ্যালেঞ্জ দ্য অ্যাপনোভিশন-২০১৭ প্রতযোগিতা অনুসরণে অ্যাপফেস্ট পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এটি গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ১৩০ জন অ্যাপ ডেভেলপার এতে অংশ নেন। বিভিন্ন টেলকো এপিআই -এর উপর ভিত্তি করে অনেক নতুন অ্যাপলিক্যাশন রবির ডেভলপমেন্ট পোর্টাল বিডিআ্যাপসে রয়েছে যা প্রতিযোগিতা চলাকালে অংশগ্রহণকারীরা ব্যবহার করেন।