ওয়াইল্ড কার্ডের মাধ্যমে নেক্সট টিউবারে অংশ নেওয়ার সুযোগ

পুরনো প্রতিযোগীদের একাংশডিজিটাল রিয়েলিটি শো বাংলালিংক নেক্সট টিউবার-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আবারও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নতুন প্রতিযোগীরা। দেশব্যাপী সাধারণ দর্শক ও ভিডিও কনটেন্ট নির্মাতাদের মধ্যে অনুষ্ঠানটির ব্যাপক জনপ্রিয়তার কথা বিবেচনা করে নতুন এই সিদ্ধান্ত আয়োজকদের।
আগামী বুধবার পর্যন্ত ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা। বৃহস্পতিবার নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নিবন্ধনের জন্য আগ্রহীদের বাংলালিংক নেক্সট টিউবারের থিম সংকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করে যেকোনও বিষয়ের ওপর কন্টেন্ট তৈরি করতে হবে এবং সাবমিশনের জন্য তার নিজের ইউটিউব চ্যানেলে কন্টেন্টটি আপলোড করে লিংকটি নিচের মাইক্রোসাইটে  https://www.banglalink.net/en/next-tuber সাবমিট করতে হবে। নেক্সট টিউবারের থিম সং এই সাইট থেকে ডাউনলোড করা যাবে https://goo.gl/xEprbH