‘গুড মর্নিং’ স্ট্যাটাস যখন ‘অ্যাটাক দেম’

ফেসবুকফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ফিলিস্তিনের এক নাগরিককে আটক করার পরে ছেড়ে দিয়েছে ইসরায়েল পুলিশ। ওই নাগরিক আরবিতে গুড মর্নিং লিখে স্ট্যাটাস দিলে তার স্ট্যাটাসকে অনুবাদ করা হয় ‘অ্যাটাক দেম’ হিসেবে। এরপরই তাকে আটক করে পুলিশ। তবে নিজেদের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে অঞ্চলটির একটি সংবাদমাধ্যম।
ওই ব্যক্তি তার স্ট্যাটাসের সঙ্গে একটি ছবি যুক্ত করেছিলেন। সেই ছবিতে তিনি দাঁড়িয়েছিলেন একটি বুলডোজারের পাশে। এ ধরনের বুলডোজার আগে সাধারণত ইসরায়েলিদের ওপর আক্রমণে ব্যবহার হতো। ফলে বিষয়টি পুলিশের নজরে আসে এবং স্ট্যাটাসের ভুল অনুবাদের কারণে ওই ব্যক্তি শেষ পর্যন্ত আটক হন। তবে যখনই নিশ্চিত হওয়া গেছে তার বক্তব্য আক্রমণাত্মক নয়, তখনই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েল পুলিশ কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্দোষ ওই ব্যক্তিকে আটকের আগে আরবি ভাষা জানা কোনও কর্মকর্তার সঙ্গে কথা বলেনি ইসরায়েল পুলিশ। ফেসবুকের স্বয়ংক্রিয় অনুবাদের ওপরভিত্তি করে কাজটি করা হয়েছে বলে দাবি পুলিশের।
সূত্র: বিবিসি