যাদের ব্যাংক হিসাব নেই তারাও পাবেন আর্থিক সেবা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানদেশব্যাপী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর (ইউডিসি) মাধ্যমে ব্যাংকিং-সেবা-বহির্ভূত বৃহৎ জনগোষ্ঠীর কাছে আর্থিক সুবিধা পৌঁছে দিতে একসেস টু ইনফরমেশন (এটুআই), মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়া একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দেশের গ্রামাঞ্চলে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে আর্থিক সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।
সমঝোতা স্মারকের আওতায় এটুআই ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্মকে সহায়তা প্রদান করবে। ব্যাংক এশিয়া লিমিটেড এক্ষেত্রে মাস্টারকার্ড ব্যবহার করে এই সেবা প্রদান করতে পারবে। এভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে সহায়তা করবে এটুআই। 
অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে সরকারি সেবার মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগণের সরকারি সেবা পেতে সময়, খরচ ও যাতায়াত সংখ্যাও কমবে।