ডিজিটাল খিচুড়ি প্রতিযোগিতায় বিজয়ী ‘বনসাই’

Digital Khichuri Challenge 2017কম বয়সী অনেকেই নানা চাপ আর হতাশায় অনেক সময়ই ভিন্ন পথে চলে যেতে পারেন। তাদের কথা শোনা এবং তাদের সঠিক পথ দেখানোর ডিজিটাল উপায়ে বের করেছে ‘বনসাই’ নামের একটি প্রকল্প। ডিজিটাল খিচুড়ি শীর্ষক ক্রিয়েটিভ আইডিয়া প্রতিযোগিতায় সেরা হয়েছে ‘বনসাই’।

অনু-বট নামের সমস্যা শোনা এবং সমাধান দেওয়া অ্যাপটির বিস্তারিত প্রতিযোগিরা সমাপনী আয়োজনে তুলে ধরা হয়।

গতকাল ৩০ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ-২০১৭’ নামের এ প্রতিযোগিতায় সমাপনী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি, বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতার সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ফেসবুক এবং মাইক্রোসফট।

আরও পড়ুন:
দেশ সেরা ই-কমার্সের পুরস্কার পেলো আজকের ডিল