বাজারে সেলফি এক্সপার্ট স্মার্টফোন অপো এফ-৫

অপোর সেলফি এক্সপার্ট ফোননতুন স্মার্টফোন অপোর এফ-৫ মডেল উন্মোচন করলো অপো মোবাইলস। ঢাকার একটি হোটেলে দেশের বাজারে এফ-৫ স্মার্টফোনের উদ্বোধনী অনুষ্ঠানে দ্য সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার শিরোনামে অপো মোবাইলের নতুন প্রতিপাদ্যও ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অপো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, আমরা বাংলাদেশে নতুন সেলফি এক্সপার্ট অপো এফ-৫ নিয়ে আসতে পেরে আনন্দিত। অপোর প্রিমিয়াম ক্যাটাগরি এফ সিরিজের নতুন সংস্করণ এটি। বাংলাদেশে আমরাই প্রথম সেলফিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচারটি নিয়ে এসেছি। অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসবে ক্রিকেটার তাসকিন আহমেদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয় ২০১২ সালে প্রথম বিল্টইন বিউটিফাই সফটওয়্যার, ২০১৩ সালে প্রথম ২০৬ ডিগ্রি রোটেটিং ক্যামেরা ফোন এবং গ্রুপ সেলফির জন্য এফ৩ সিরিজের ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল গ্রুপ ক্যামেরা নিয়ে আসার মাধ্যমে এরইমধ্যে সেলফি প্রযুক্তিতে এক্সপার্ট এবং লিডারে পরিণত হয়েছে অপো।
৬ ইঞ্চি ডিসপ্লের নতুন এই সেটটির পেছনে ১৬ মেগা ও সামনে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৪ ও ৬ জিবি দুই ক্যাটাগরির র‌্যামেই সেটটি পাওয়া যাবে। সেটটির ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ১০ নভেম্বর থেকে ৪ জিবি ২৪ হাজার ৯৯০ টাকা এবং ৬ জিবি ৩২ হাজার ৯৯০ টাকা দামে অপো এফ৫ পাওয়া যাবে।