চাকরি পেলেন ২০ তরুণ

নিয়োগপত্র তুল দেওয়া হচ্ছে চাকরি প্রাপ্তদের হাতেচাকরি মেলায় সরাসরি নিয়োগ পেয়েছেন ২০ তরুণ। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সারাদেশ থেকে আগত ৬ হাজার চাকরি প্রার্থীর মিলন মেলার মধ্য দিয়ে শনিবার শেষ হয় কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প। আয়োজক ছিল কাজী আইটি সেন্টার লিমিটেড। সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প।
বুটক্যাম্পে দুই ভাগে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ হাজার চাকরি প্রার্থীকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সরাসরি ২০ তরুণকে কাজী আইটিতে চাকরির সুযোগ দেওয়া হয়। ১৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রশন করেন। কয়েক ধাপে বাছাই প্রক্রিয়া শেষে ৬ হাজার প্রতিযোগিকে কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়।
আয়োজনের সমাপনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিয়োগ প্রাপ্ত ২০ জনের হাতে কাজী আইটির পক্ষ থেকে নিয়োগপত্র তুলে দেন।