ফেসবুকের সার্চ ইঞ্জিন ‘লোকাল’

ফেসবুক লোকালফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের মাধ্যমে রেস্টুরেন্ট, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ধরনের তথ্যের খোঁজ পাবেন। 
সম্প্রতি ফেসবুক লোকাল নামে একটি নতুন অ্যাপ তৈরি করেছে যার মাধ্যমে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সব তথ্য জানা যাবে এবং ওইসব প্রতিষ্ঠান সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের পর্যালোচনাগুলোও জানা যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় ডিভাইসে ব্যবহার করা যাবে।
টেকক্রাঞ্চ-এর এক রিপোর্ট থেকে জানা যায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রে আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই অ্যাপটি লঞ্চ করা হয়।
লোকাল অ্যাপটির মাধ্যমে ফেসবুকের ৭০ মিলিয়ন ব্যবসায়ী পেজের তথ্য,পর্যালোচনা ও বন্ধুদের চেক-ইন সব তথ্যই জানা যাবে। মূলত এটি একটি একক সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করবে।
লোকাল-এর পণ্য ব্যবস্থাপক আদিত্য কুলাল বলেন, এই নতুন অ্যাপটি আপনি খুব সহজেই কী করবেন, কোথায় যাবেন, কোথায় খেতে যাবেন বা আপনার কী প্রয়োজন-এসব বিষয়ে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে।

লোকাল অ্যাপটি ক্যালেন্ডার এবং ইভেন্ট তালিকাগুলোকে একত্রিত করবে যার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ফোর স্কয়ার এবং ইয়াম্প-এর মতো অ্যাপের কাছাকাছি জায়গায় পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকের আরও দু’টি নতুন ফিচার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর মধ্যে একটি হলো রেড এনভেলাপস যা ব্যবহারকারীদের এই প্ল্যাটফর্ম থেকে অন্যদের কাছে অর্থ প্রেরণ করতে সাহায্য করবে। অন্যটি হলো ব্রেকিং নিউজ যার মাধ্যমে প্রকাশকরা তাদের চারপাশের সর্বশেষ ঘটনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারবে।

সূত্র: গেজেটস নাউ