রাজস্ব বেড়েছে রবির

রবিচলতি বছরের তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নের ওপর জোর দিয়ে রবি বিনিয়োগ করে ৩৪০ কোটি টাকা। ওই বিনিয়োগ সুফল বয়ে এনেছে। ফলে এই প্রান্তিকে রবির রাজস্ব বেড়েছে ৪ শতাংশ।
তারপরও এই প্রান্তিকের শেষে নেটওয়ার্ক উন্নয়নে ব্যয়ের ফলে রবির মোট ক্ষতির পরিমাণ ৪৬ কোটি ৯০ লাখ টাকা। এ বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ ১৫০ কোটি। বৃ
তৃতীয় প্রান্তিক পর্যন্ত রবি ও এয়ারটেলের (একীভূত কোম্পানি) গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখে পৌঁছেছে।       
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবি গ্রাহকদের সবসময়ই সর্বোচ্চমানের নেটওয়ার্ক প্রদানের চেষ্টা করে। গত ছয় মাসে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ১৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মাহতাব উদ্দিন আহমেদ জানান, ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে হজযাত্রীদের জন্য ৪৫ দিনের হজ রোমিং প্যাকেজ চালু করেছিল রবি। গ্রাহকদের জন্য এশিয়ার অন্যতম উদ্ভাবনী ডেটা রোমিং ক্যাম্পেইন জাস্ট গো চালু হয়েছে।