শেয়ারইটের ব্যবহারকারী ১২০ কোটি

শেয়ারইটফাইল শেয়ারিং অ্যাপ শেয়ারইট ১২০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছেছে। চালু হওয়ার পর থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপটি। ২০১৪ সালের মার্চে যাত্রা শুরু করলেও মাত্র আড়াই বছরে ১২০ কোটি গ্রাহক পেয়েছে তারা।
সম্প্রতি এক বিবৃতিতে নিজেদের কীর্তির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে শেয়ারইট ইন্ডিয়ার পরিচালক জেসন ওয়াং বলেন, সারাবিশ্বের ব্যবহারকারীদের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমরা গর্বিতও। শেয়ারইট বর্তমানে সারা বিশ্বের সব বয়সী মানুষের কাছে একটি মূল্যবান অ্যাপে পরিণত হয়েছে। এটা গান, ভিডিও, ছবি, অ্যাপ্লিকেশন ইত্যাদি আদান-প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ফাইল শেয়ারিং এই অ্যাপ বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। শেয়ারইট কর্তৃপক্ষ বলছে, অ্যাপে বিভিন্ন ভাষা সংযুক্ত করতে চায় তারা। বর্তমানে ৩৯টি ভাষা থাকলেও গ্রাহকদের চাহিদা পূরণ করতে আরও ভাষা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেয়ারইট তাদের নিজস্ব এক গবেষণায় দেখিয়েছে, প্রায় সব বয়সী মানুষ অ্যাপটি ব্যবহার করলেও তরুণদের শেয়ারইট ব্যবহারের প্রবণতা বেশি। আর ভারতে এই অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করে ১৬ থেকে ২৮ বছর বয়সীরা।
সূত্র: গেজেটস ৩৬০ ডিগ্রি