যাত্রা শুরু করলো ডিজিটাল লাইফ

ডিজিটাল লাইফের শিক্ষার্থীদের একাংশতথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল লাইফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইসিটি, ডিজিটাল ফিল্ম, কিডস ও ইংলিশ নামের চারটি ভিন্ন বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন কোর্স চালু করেছে প্রতিষ্ঠানটি।
ডিজিটাল লাইফের প্রধান নির্বাহী এসএম কামাল বলেন, উদ্ভাবনী টেকনোলজি ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের নতুন আইডিয়ার সঙ্গে পরিচয় এবং প্রযুক্তির সঙ্গে আপডেট থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে শিশুদের জন্য এনিমেশন, গ্রাফিকস ডিজাইন, থ্রিডি গেম ডিজাইন অ্যান্ড কোড ও ডিজিটাল ফিল্ম মেকিং শেখানো হবে। তিনি জানান, আইসিটি বিভাগে সব বয়সীদের জন্য অ্যানিমেশন, মোশন গ্রাফিকস, গ্রাফিকস, মাইক্রোসফট ডট নেট, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখানো হবে। বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/DigitalLifeInstituteofICT এই ঠিকানায়।