সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ফেসবুক পেজ ভেরিফায়েড হচ্ছে

সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষেসরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অধিদপ্তরের ফেসবুক পেজ ভেরিফাইড হচ্ছে। কিছুদিনের মধ্যে পেজগুলো ভেরিফায়েড করার প্রক্রিয়া সম্পন্ন হবে। কাজটি শেষ হলে ফেসবুক ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোনটি প্রকৃত পেজ। ফলে সেসব পেজ থেকে শেয়ার করা ছবি, খবরের কারণে সরকারের বিভিন্ন কাজ, উন্নয়ন চিত্র ইত্যাদি নিয়ে গুজব ছড়ানো বন্ধ হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সরকারি কর্মকর্তাদের নাগরিক সেবায় ফেসবুক ব্যবহার শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় অংশ নেন শতাধিক সরকারি কর্মকর্তা। কর্মশালার আয়োজক তথ্যপ্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদে পলক।   
কর্মশালায় ফেসবুক কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের পেজগুলো নিয়েও কাজ করেন।
এলআইসিটি প্রকল্পের ইন্ডাস্ট্রি প্রমোশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম কাজল জানান, ফেসবুকের মাধ্যমে নাগরিকরা কিভাবে সহজে সেবা পাবেন, সমস্যা সমাধান এবং উদ্ভাবনে নাগরিকদের সঙ্গে নিয়ে কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুক।