‘হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া’

রোবট সোফিয়াপৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়া বাংলাদেশে আসছে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এ অংশ নেবে- এটা পুরনো খবর। নতুন খবর হলো সোফিয়া বাংলাদেশের মানুষের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। সেই বার্তায় সোফিয়া বলেছে, সে বাংলাদেশে আসার জন্য উদগ্রীব হয়ে আছে।
ভিডিও বার্তায় সোফিয়া বলেছে, ‘হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া- হেন্সন রোবটিকস- এর তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি ও ড. ডেভিড হেন্সন এই বছর ঢাকায় আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ –এ অংশগ্রহণ করছি। এত বড় একটা ইভেন্টের অংশীদার হতে আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও ইসলামী ব্যাংক বাংলাদেশকে- আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য। আশা করছি,সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।’
ভিডিও বার্তা দেখা যাবে এই লিংকে https://drive.google.com/file/d/1bhE6CPt3g9q2YziiLwAhrEyd042ex2ku/view?usp=sharing