তথ্য চুরির অভিযোগ গুগলের বিরুদ্ধে

গুগলের বিরুদ্ধে আবারও অভিযোগলাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের কারণে গুগলকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, গুগল অবৈধভাবে যুক্তরাজ্যের ৫ দশমিক ৪ মিলিয়ন আইফোন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করেছে।
গুগল কুকি (কম্পিউটারের ছোট বার্তা) ব্যবহার করে তথ্য চুরি করে থাকে, তাদের নিজস্ব বিজ্ঞাপন প্রচারণার স্বার্থে। ২০১১ এবং ২০১২ সালের কয়েক মাসে গুগল সিকিউরিটি ব্যবহারকারীদের ডিভাইসগুলোতে অ্যাড-ট্র্যাকিং কুকি স্থাপন করেছে যা এই ধরনের কুকিগুলো ব্লক করতে ডিফল্টভাবে সেট করা আছে। অভিযোগকারীদের গ্রুপ লিডার রিচার্ড লয়েড বলেন, বিশ্বাসের অপব্যবহার। ইতিমধ্যে আমরা দেখেছি, বিশ্বাসের ব্যাপক অপব্যবহার করা হয়েছে এবং অনেকে তাদের নিজস্ব প্রতিকারের উপায় খুঁজে পাচ্ছে না। তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমরা সিলিকন ভ্যালিতে গুগল ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এমন একটি শক্তিশালী বার্তা পাঠাব যে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে ভয় পাই না।
গুগল অভিযোগকারীদের জানিয়েছে, তারা যদি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চান তাহলে যেন ক্যালিফোর্নিয়ায় আসেন। লয়েড বলেন, এটা হতাশাজনক, তারা তাদের কার্যক্রমের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে প্রক্রিয়াগত ও বিচারিক বিষয়গুলো থেকে নিজেদের লুকানোর চেষ্টা করছে। গুগল বিবিসিকে জানায়, এটা নতুন নয়। আমরা আগেও অনুরূপ মামলা ‘ফেস’ করেছি। আমরা এটির বিরুদ্ধেও লড়ব।
সূত্র: বিবিসি