সেরা কর্মস্থল নির্বাচিত হলো ফেসবুক অফিস

ফেসবুকের প্রধান কার্যালয়সব ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে যুক্তরাষ্ট্রের সেরা কর্মস্থল হিসেবে নির্বাচিত হয়েছে ফেসবুক। সামাজিক এ যোগাযোগ মাধ্যমকে কর্মজীবীদের জন্য সবচেয়ে ভালো স্থান হিসেবে স্বীকৃতি দেয় জব সাইট গ্লাসডোর।
গ্লাসডোর প্রতি বছরই ভালো কর্মস্থলগুলোর তালিকা তৈরি করে। এবারও ‘১০০ বেস্ট প্লেসেস টু ওয়ার্ক ইন ২০১৮’ নামের প্রতিবেদনে কর্মীবান্ধব প্রতিষ্ঠানগুলো তুলে আনা হয়েছে। যেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মার্ক জাকারবার্গের ফেসবুক। ২০১৩ সালের পর আবারও শীর্ষে উঠে এলো এ প্রতিষ্ঠানটি।
অন্য বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুগল রয়েছে তালিকার ৫ নম্বরে। এ ছাড়া হাবস্পট ৭ নম্বরে, ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি ৮, আল্টিমেট সফটওয়্যার ১০, ভিএমওয়্যার ৩৩ এবং ইয়াহু ৬৫ নম্বরে রয়েছে। অন্যদিকে অ্যাপল ৪৮ থেকে পিছিয়ে ৮৪ নম্বরে অবস্থান করছে।
গ্লাসডোরের করা এ প্রতিবেদন সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট হোহম্যান বলেন, এটা কারও অজানা নয় যে, কর্মজীবীরা ফেসবুকে কাজ করতে পছন্দ করেন। আমরা এসব প্রতিষ্ঠানকে একটি স্বীকৃতি দিয়েছি মাত্র। বিশ্বের কোটি কোটি মানুষের জন্য ইতিবাচক কাজ করছে তারা।
সূত্র: ইয়াহু