দুই টাকায় ব্যাংক অ্যাকাউন্ট

25271163_1963219293936954_1821120335_oএখন পোস্ট অফিসের মাধ্যমে দুই টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। মোবাইল ব্যবহার করে এ অ্যাকাউন্ট খোলা এবং টাকা (ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস) ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে অ্যাকাউন্টে সব সময় সর্বনিম্ন দুই টাকা জমা রাখতে হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে জানানো হয়, যারা ব্যাংকিং সুবিধার বাইরে আছেন (আন ব্যাংকড) তাদের ব্যাংকিং সুবিধার আওতায় আনতে ‘ডাক টাকা’ চালু করা হলো।

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ডাক বিভাগের এ সেবা উদ্বোধন করতে পেরে আমি অনন্দিত। আমি আরও আনন্দিত যে, সর্বনিম্ন দুই টাকা দিয়ে ব্যাংক অ্যাকউন্ট খোলা ও অ্যাকউন্ট পরিচালনা করা যাবে। বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া শুরু করেছিল ৫ টাকা দিয়ে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার প্রমুখ।
আরও পড়ুন:
ডাক টাকার উদ্বোধন করলেন জয়