আসুসের গেমিং নোটবুক জেফ্রাস বাজারে

গেমিং নোটবুকআসুস দেশের বাজারে অবমুক্ত করলো ‘আসুস আরওজি জেফ্রাস’ গেমিং নোটবুক। গেমিং নোটবুকটিতে থাকছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ও অ্যাকটিভ এইরো ডায়নামিক সিস্টেম।
বৃহস্পতিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আসুসের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল ফাত্তাহ ও পরিচালক জসিমউদ্দিন খন্দকার। আসুস বাংলাদেশের কান্ট্রি হেড মো. আল ফুয়াদও এ সময় উপস্থিত ছিলেন।
এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ। এটিতে থাকছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর। এতে থাকছে এনভিদিয়া জিফোর্স জিটিএক্স-১০৮০ গ্রাফিকস সঙ্গে আরও থাকছে ২৪ গিগাবাইট র‌্যাম ও ১২০ হার্জ জি-সিংক ফুল এইচডি ডিসপ্লে।
আসুস আরওজি সিরিজের নতুন এই নোটবুকটির ওজন ২ দশমিক ২ কেজি। আরও আছে ১ টেরাবাইট হাইপার ড্রাইভ এসএসডি। এর টাইপ সি-পোর্ট দিয়ে নোটবুকটির ডিসপ্লের বাইরের ফোর-কে সমর্থিত মনিটরের সঙ্গে সংযোগ দিয়ে খেলা যাবে।
নোটবুকটি ভিআর সমর্থিত। তাই ভার্চুয়াল রিয়েলিটি সমর্থিত গেমগুলোতে যোগ হবে নতুন অভিজ্ঞতা। এছাড়া আরওজি গেমিং সেন্টার দিয়ে নির্দিষ্ট গেমগুলো পছন্দের সেটিংস দিয়ে খেলা যাবে।