‘ফাইবার অ্যাট হোমে’র ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি

ইন্টারনেট ক্যাবলইন্ট্যারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর ‘ফাইবার অ্যাট হোম’-এর ক্যাবল কাটা পড়ায় দেশের ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠানটির চিফ স্ট্যাটেজিক অফিসার সুমন আহমেদ হাবিব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন জানান, ঈশ্বরদী-কুষ্টিয়া অংশে তাদের লাইনে কেবল কাটা পড়ায় গত দুই ঘণ্টা ধরে ইন্টারনেট ডাউন রয়েছে। সেখানে মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই লাইন ঠিক হবে, গতি ফিরে আসবে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিমও আইটিসি ডাউন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে ছয়টি আইটিসি অপারেটর রয়েছে। এই অপারেটরগুলো ভারত থেকে দেড়শ ব্যান্ডউইথ নিয়ে আসে। এদের মধ্যে সবচেয়ে বড় অংশ আনে ‘ফাইবার অ্যাট হোম’। অন্য অপারেটররা জানিয়েছেন তাদের লাইন সচল রয়েছে।