এশিয়ার শীর্ষ ৩০ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের পিএমঅ্যাস্পায়ার

পিএমস্প্যায়ারযুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন দ্য সিলিকন রিভিউ ২০১৭ সালে এশিয়ার দ্রুত বর্ধনশীল ৩০টি সফটওয়্যার কোম্পানির তালিকা করেছে। ওই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশভিত্তিক প্রকল্প ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পিএমস্প্যায়ার। ওই তালিকায় ২৩ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি।
সিলিকন রিভিউ ম্যাগাজিনে পিএমস্প্যায়ার-এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পিএমস্প্যায়ার তৈরি ও তার মূল কাজের জায়গাগুলো বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বের মধ্যে অন্যতম প্রজেক্ট ম্যানেজম্যান্টের প্রশিক্ষণ সাইট পিএমস্প্যায়ার। ক্লাউড প্রযুক্তিতে সফটওয়্যার হিসেবে এটি অন্যতম পথ প্রদর্শক উদ্যোগ। ১০০টির বেশি দেশে ১০টির বেশি পিএমআই চ্যাপ্টার, ৬০ টির বেশি পিএমআই নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০ হাজারের বেশি প্রকল্প ব্যবস্থাপককে সেবা দিচ্ছে। সহজ ও ব্যবহারবান্ধব সফটওয়্যারের মাধ্যমে তিনি এ সেবাটিকে আরও সামনে এগিয়ে নেওয়ার কথা বলেছেন।