যে কারণে ট্রাম্পকে ব্লক করবে না টুইটার

টুইটারটুইটারে নানা ধরনের বিতর্কিত পোস্ট করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্লক করবেনা সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। সাধারণ মানুষের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
টুইটার মনে করে, মানুষ সব সময় নেতৃস্থানীয়দের বক্তব্য শুনতে চায়। সেটা যত বিতর্কিতই হোক না কেন। এ কারণে ট্রাম্পকে ব্লক করলে মানুষ সরাসরি তার কাছ থেকে বক্তব্য পাবে না। ফলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনারও সুযোগ তৈরি হবে না।
এ সম্পর্কে টুইটার এক কর্পোরেট ব্লগ পোস্টে জানায়, বিশ্ব নেতাদের ব্লক করলে কিংবা তাদের বিতর্কিত টুইটগুলো সরিয়ে ফেললে মানুষের আলোচনা করার মতো তথ্য এবং ইস্যু কমে যায়।
গত সেপ্টেম্বরে টুইটার জানায়, যেসব বিষয়ের প্রতি মানুষের আগ্রহ আছে এবং যেগুলোর সংবাদমূল্য রয়েছে সেসব বিষয়কে টুইটার থেকে সরানো হয় না। মানুষের সার্বিক আগ্রহের কথা বিবেচনায় নিয়ে এগুলো রেখে দেওয়া হয়।
গত কয়েকদিন ধরে টুইটারে ট্রাম্পের কার্যক্রম নিয়ে তুমুল সমালোচনা চলছে। এ ছাড়া তাকে টুইটার থেকে ব্লক করতেও আবেদন করেছেন অনেকে। তবে প্রতিষ্ঠানটি আপাতত তাতে সাড়া দিচ্ছে না।
টুইটার বলছে, কোনও নেতাকে এখান থেকে ব্লক করে চুপ রাখা যাবে না। তবে তারা ট্রাম্পের পোস্ট সবসময় পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

সূত্র: গেজেটস নাউ