‘জনগণের জন্য উপকারী প্রযুক্তির ক্ষেত্রে সরকার সমর্থন করবে’

ব্লক চেইন নিয়ে বলছেন মোস্তাফা জব্বারডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,জনগণের জন্য উপকারী এমন যেকোনও প্রযুক্তির ক্ষেত্রে সরকার সম্পূর্ণরূপে সমর্থন করবে। এই প্রযুক্তি থেকে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে এটা নিয়ে পর্যাপ্ত গবেষণা করুন যেন সরকার এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।
বুধবার (১০ জানুয়ারি) ইজেনারেশন লিমিটেড আয়োজিত বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থায় ব্লকচেইন-বাংলাদেশের করণীয় শীর্ষক ক্রাউডফান্ডিং এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে একটি গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
সম্প্রতি ই-জেনারেশন দুবাইভিত্তিক ফিনটেক কোম্পানি স্মার্টক্রাউড -এর জন্য ব্লকচেইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরি করেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ই-জেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান। বাংলাদেশে ব্লকচেইনের সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-জেনারেশন গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম ও সিলিকন
ভ্যালির প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ইউপ্লাস ইনকর্পোরেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শওকত শামিম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার,সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকারসহ আরও অনেকে।

শামীম আহসান বলেন,গণমাধ্যমে ইন্টারনেট যেমন ভূমিকা রেখেছে, ব্যাংকিং খাতে ব্লকচেইনও তেমনি ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, রিয়েল স্টেট ও বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন নিয়ে এসেছে এই প্রযুক্তি। যেহেতু ক্রিপ্টোকারেন্সির সচেতনতা ছড়িয়ে যাচ্ছে এবং ছোট পরিসরে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। ব্লকচেইন প্রযুক্তি বিনিয়োগ শিল্পকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। বর্তমানে গতানুগতিক ও বিকেন্দ্রীভূত প্রতিষ্ঠানগুলো ইনিশিয়াল কয়েন অফারিং (আইসিও) দিয়ে বিনিয়োগের তহবিল সংগ্রহ করছে।

প্রসঙ্গত, ব্লকচেইন হলো ডাটা সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি। যে পদ্ধতি অনুযায়ী ডাটাগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয় এবং এতে ডাটার মালিকানা সংরক্ষিত থাকে। এই পদ্ধতিতে ডাটা সংরক্ষণ করলে কোনও একটি ব্লকের ডাটা পরিবর্তন করতে চাইলে সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন আনতে হবে যা অসম্ভব। তাই এই পদ্ধতিতে ডাটা সংরক্ষণ করাটা বেশ নিরাপদ।