মোবাইলের ব্যাটারিতে কামড় দিতেই বিস্ফোরণ

প্রথম ছবিতে কামড়, পরের ছবিতে বিস্ফোরণসম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক ক্রেতা নতুন একটি ফোনের ব্যাটারি কিনতে গিয়ে তাতে কামড় বসালে সঙ্গে সঙ্গে ব্যাটারিটি বিস্ফোরিত হয়।
ঘটনাটি ঘটেছে চীনের একটি ইলেক্ট্রনিকসের দোকানে। তাইওয়ান নিউজের সূত্র মতে,একজন গ্রাহক গত শুক্রবার তার ফোনের ব্যাটারিটি বদলানোর জন্য ওই দোকানে যান। ব্যাটারিটি ভালো না মন্দ তা যাচাই করতে তিনি ব্যাটারিতে কামড় দেন। আর তখনই ওই ঘটনা ঘটে।
তাইওয়ান নিউজ এর রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয়, সেটি কি ধরনের ব্যাটারি ছিল সে সম্পর্কে কারও কোনও ধারণা নেই। তবে অনেক গণমাধ্যম বলছে, এটা ছিল আইফোনের ব্যাটারি। কিন্তু গণমাধ্যমগুলো মডেলের নাম বলতে পারেনি।
তাইওয়ান নিউজের ওই রিপোর্ট অনুযায়ী, এই বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যদিও ভিডিওটিতে দেখা যায় কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক নারী ওই ঘটনায় ভয়ে হতবাক হয়ে যান।
মোবাইলফোনের ব্যাটারিগুলো লিথিয়াম আয়নের। এজন্য এগুলো সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুব মুশকিল।
উদাহারণ হিসেবে গত বছরের স্যামসাং গ্যালাক্সি নোট ৭-এর বিস্ফোরণের কথা বলা যায়।

সূত্র : সিনেট