ফেসবুক লাইটে সেফটি চেক ফিচার

সেফটি চেক ফিচারফেসবুকে ২০১৫ সালে প্রথমবারের মতো যুক্ত হয় সেফটি চেক ফিচার। এবার কোম্পানিটি তাদের ফেসবুক লাইট অ্যাপেও এই ফিচারটি যুক্ত করতে যাচ্ছে।
ফেসবুক লাইট অ্যাপটি বর্তমানে ১০০টিরও বেশি দেশে ব্যবহার হচ্ছে এবং নতুন এই ফিচারটির মাধ্যমে এখন থেকে অ্যাপ ব্যবহারকারীরা সংকট পরবর্তী মুহূর্তে তাদের বন্ধু এবং পরিবারকে নিজেদের নিরাপদ অবস্থান সম্পর্কে জানাতে পারবে।
ফেসবুক লাইট হলো ফেসবুকের মালিকাধীন একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে ধীর বা সীমিত গতির ইন্টারনেট সংযোগ থাকা এলাকাতেও লোকজন ফেসবুক ব্যবহার করতে পারে। বর্তমানে এটি ৫৫টি ভাষায় ব্যবহার করা হচ্ছে। অ্যাপটি কম ডাটা ব্যবহার করে, দ্রুত ইনস্টল হয়, দ্রুত লোড করতে পারে এবং নিম্নমানের ডিভাইস ও ধীর গতির নেটওয়ার্কগুলোতেও কাজ করে।
এখনও পর্যন্ত সারা বিশ্বে এই চেক ফিচারটি হাজারবারেরও বেশি সময় সক্রিয় হয়েছে এবং ইতিমধ্যে ৩ বিলিয়ন বারেরও বেশি এর ব্যবহারকারীরা তাদের পরিবার এবং বন্ধুদেরকে নিরাপদ অবস্থান সম্পর্কে জানান দিয়েছে।
সূত্র: গেজেটস নাউ