টেকনোর নতুন ফোন ক্যামন আই

ক্যামন আইবিশ্বের ৫৮টি দেশে সফলতার পর অন্যতম বৃহৎ মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংস ২০১৭ সালের জুলাই মাসে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে। নিজেদের প্রসার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে মানসম্পন্ন পণ্য, ব্যবহার অভিজ্ঞতা এবং বিক্রয়োত্তর সেবা– প্রতিটি বিষয়ের ওপর সমান গুরুত্ব দিয়ে ট্রানশান হোল্ডিংস নিয়ে এসেছে তাদের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।
টেকনো মোবাইলের ৮টি স্মার্টফোন বর্তমানে বাজারে রয়েছে যার দাম ৬ হাজার ১৯০ থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত।
সম্প্রতি, টেকনো বাজারে নিয়ে এসেছে ইনফিনিটি ডিসপ্লে ও সেলফি ক্যামেরার বিশেষত্ব নিয়ে নতুন স্মার্টফোন ক্যামন আই। উন্মোচিত হওয়ারে পর থেকে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়েছে ক্যামন আই।  এত রয়েছে ৫.৬৫ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও ৩০৫০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিসহ আরও অনেক কিছু। দাম ১৪ হাজার ৬৯০ টাকা।