বঙ্গবন্ধু হাইটেক পার্কে তৈরি হবে সিম্ফনি মোবাইল

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানগাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে সিম্ফনি মোবাইলের কারখানা তৈরি হবে। সেই কারখানায় তৈরি হবে সিম্ফনি মোবাইলফোন। আর এই কারখানা নির্মাণের জন্য সব ধরনের অবকাঠামোগত সহায়তা দেবে সামিট টেকনোপলিশ লিমিটেড।
সম্প্রতি এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে সিম্ফনি মোবাইল ও সামিট টেকনোপলিশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।
এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ ও সামিট টেকনোপলিশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সিম্ফনি মোবাইলের চেয়ারম্যান আমিনুর রশীদ ও সামিট টেকনোপলিশের হেড অব অ্যাডমিন কর্নেল জাওয়াদুল ইসলাম (অব.)-সহ দুই গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু হাইটেক পার্কে সিম্ফনি মোবাইল কারখানা প্রায় ২ একর জমির ওপর তৈরি হবে। এই কারখানায় প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে বালে জানানো হয়েছে। কারখানাটি নির্মাণে ব্যয় প্রায় ১০০ কোটি টাকা।