বাজারে আসছে নকিয়ার ৫টি মোবাইল

নকিয়ার ৫টি মোবাইলদেশে নকিয়া মোবাইলফোন বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল সম্প্রতি একটি ফিচার ফোনসহ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পোর্টফলিওতে নতুন পাঁচটি ফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
নতুন মোবাইল ফোনগুলোর নকিয়া ৮ সিরোকো, নকিয়া ৭ প্লাস ও নকিয়া ৬ হলো নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ওয়ান ফ্যামিলি সিরিজের ফোন। গুগলের ডিজাইন বা নকশায় তৈরি এই তিনটি ফোনে রয়েছে উচ্চ মানসম্পন্ন সফটওয়্যার।
নকিয়া ১ হচ্ছে সহজলভ্য প্রযুক্তিগত উৎকর্ষ সুবিধা সংবলিত ফোন। এতে রয়েছে একটি আদর্শ স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় সব গুণমান ও সুযোগ-সুবিধা, যা বিশ্বজুড়ে নকিয়ার প্রতিটি হ্যান্ডসেটে পাওয়ার আশা করেন ক্রেতারা। এছাড়া নকিয়া আবার বাজারে এনেছে নকিয়া৮১১০ ফিচার ফোন। তবে এই স্লাইডার ফোনটি বাজারে ফিরে এসেছে নতুন কিছু সুযোগ-সুবিধাসহ। উচ্চ মানসম্পন্ন নকিয়া হ্যান্ডসেটের ভক্তরা এই ফোনে ফোরজি সংযোগ পাওয়ার সুবিধাসহ গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপ, গুগল সার্চ, ফেসবুক ও টুইটারের মতো অ্যাপগুলো ব্যবহারের সুযোগ পাবেন।